বর্ষবরণের ফানুসে পুড়ল চিড়িয়াখানার ৩০ প্রাণী

প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২০ ১১:১২:০০

বর্ষবরণের ফানুসে পুড়ল চিড়িয়াখানার ৩০ প্রাণী

বর্ষবরণে ওড়ানো ফানুস চিড়িয়াখানায় পড়ে আগুন লেগে অন্তত ৩০ প্রাণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে জার্মানির ক্রেফেল্ড চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, উড়ে আসা ফানুসে চিড়িয়াখানার একটি বানরের খাঁচায় আগুন ধরে যায়। এতে ৩০টি প্রাণী মারা যায়।

প্রাণীগুলোর মধ্যে রয়েছে গেরিলা, ওরাংওটাং ও শিম্পাঞ্জি। ঘটনাস্থলের পাশ থেকে তিনটি ফানুস পাওয়া গেছে। দেশটির পুলিশের বরাতে খবরে বলা হয়, বর্ষবরণের ফানুস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে চিড়িখানায় ৩০টি প্রাণীর মৃত্যু হয়। আরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। জার্মানিতে ফানুস ওড়ানো নিষিদ্ধ হলেও কিছু মানুষ নতুন বছর উদযাপনের জন্য ওড়ান বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ফেসবুকে ক্রেফেল্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর মুহূর্তেই তা পুরো খাঁচায় ছড়িয়ে পড়ে। এতে ওই খাঁচায় দুটি শিম্পাঞ্জি রক্ষা পেয়েছে। তবে বাকিগুলোর মৃত্যু হয়েছে। ওই খাঁচাটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ায় সেখানে আর কোনো প্রাণী রাখা যাবে না। এ জন্য নতুন আরেকটি খাঁচা তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে চিরিয়াখানা কর্তৃপক্ষ।

প্রজন্মনিউজ২৪/ মামুন

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ