কেরানীগঞ্জের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০১৯ ০১:৫৩:৩৬

কেরানীগঞ্জের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম আসাদ।

শনিবার সকালে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ জনে।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. পার্থ শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন। ১৪ বছর বয়সী কিশোর আসাদের শরীরের ৫৫ ভাগই পুড়ে গিয়েছিল বলে জানান তিনি।

গত বুধবার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানার আগুন ধরে। এতে সেদিনই ঘটনাস্থলে মারা যান একজন। দগ্ধ হন আরও ৩১ জন। তাদের মধ্যে ১২ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকিরা হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ