লেবার নেতৃত্ব থেকে বিদায় ঘোষণা করবিনের

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৪:২২

লেবার নেতৃত্ব থেকে বিদায় ঘোষণা করবিনের

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন নিবার্চনের  পুরো ফলাফল প্রকাশের আগেই দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২০১৬ সালের গনভোটে ব্রেক্সিট পক্ষে ভোট দিয়েছিলেন ঐতিহ্যগত লেবার সমর্থক সেসব ভোটারও ব্রেক্সিট ইস্যুতে এবার  ভোট দেয় নি।

ব্রিটিশ গণমাধ্যম গুলোর বরাতে জানা গেছে ,নির্বাচনে লেবার দলের পরাজয়ের জন্য ব্রেক্সিট বিরোধী অবস্হানকে দায়ী বলে মনে করা হচ্ছে। ৭০বছর বয়স্ক এই নেতা ছিলেন যুক্তরাজ্যে গণতান্ত্রিক সমাজতন্ত্রে আদর্শিক নেতা । ভবিষ্যতে আর কোন নির্বাচনে দলের নেতৃত্ব না থাকার ঘোষণা দিয়েছেন।

১৯৮৩ সালে প্রথম আইসলিংটন থেকে এমপি নির্বাচিত হন। শৈশবেই লেবার দলের সাথে যুক্ত হন।  এরপর দীর্ঘপথ চলায় ‍২০১৫ সালে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেন। এবারের নিবাচনেও তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৬০৩ আর বিরোধী প্রার্থীর ভোট ছিল ৮হাজার  ৪১৫ ভোট।

প্রজন্মনিউজ২৪/আঃমান্নান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ