বিপিএলে দলের নেতৃত্বে থাকছেন যারা

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০১৯ ০৩:০৩:০৭ || পরিবর্তিত: ১১ ডিসেম্বর, ২০১৯ ০৩:০৩:০৭

বিপিএলে দলের নেতৃত্বে থাকছেন যারা

আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। যাতে অংশগ্রহন করছে সাতটি দল। আর ঘোষণা করা হয়ে গেছে সাতটি দলের অধিনায়কের নাম। বিপিএলের শুরু থেকে নেতৃত্ব দেয়া মাশরাফি বিন মর্তুজা এবার অধিনায়ক হয়েছেন ঢাকা প্লাটুনের। তার সামনে রয়েছে অধিনায়ক হিসেবে পঞ্চম শিরোপা জয়ের হাতছানি।

মুশফিকুর রহিম নেতৃত্ব দিবেন খুলনা টাইগার্স কে। অধিনায়ক হিসেবে খুব সফল নন তিনি। এর আগে মাঝ পথেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। এবার প্রথম বারের মতো অধিনায়ক হবেন মোসাদ্দেক হোসেন সৈকত। সিলেট থান্ডার্স কে নেতৃত্ব দেবেন তিনি।

মাহমুদউল্লাহ অধিনায়ক হয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর। তবে তিনি ইনজুরির কারনে খেলবেন না প্রথম দুই ম্যাচ। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস। এছাড়া বাকি তিন দলের নেতৃত্ব দিবেন বিদেশি খেলোয়াড়রা। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী অধিনায়কত্ব করবেন রংপুর রেঞ্জার্সের।

খেলার আগের দিন অনেক নাটকীয়তার পর কুমিল্লা ওয়ারিয়র্স এর অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কার দাসুন শানাকাকে। অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা নিয়ে আছে প্রশ্ন। আর রাজশাহী রয়্যালসের অধিনায়কত্ব করবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

প্রজন্মনিউজ২৪/জাহিদ

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ