রোকেয়া দিবস উপলক্ষে পায়রাবন্দ ৩ দিনের জন্য জনসমুদ্রে পরিণত।

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০১৯ ০৬:০২:৩৬

রোকেয়া দিবস উপলক্ষে পায়রাবন্দ ৩ দিনের জন্য জনসমুদ্রে পরিণত।

মিঠাপুকুর প্রতিনিধি. ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে রোকেয়ার স্মৃতিবিজড়িত জন্মস্থান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের পায়রাবন্দ গ্রামে সরকারি ভাবে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী মেলা এবং বেসরকারি ভাবে কাঠের মেলা থাকছে মাস ব্যাপি। মেলাকে ঘিরে আলোকিত হয়ে উঠেছে পায়রাবন্দ।

রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী বেগম রোকেয়া দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯ টায় পায়রাবন্দ বেগম রোকেয়া মেলা এইচ.এম.আশিকুর রহমান ফিতা কেটে উদ্বোধন করেন।৯ ডিসেম্বর সোমবার পায়রাবন্দে রোকেয়ার জন্মস্থানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মেলার উদ্বোধন করেন মিঠাপুকুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য  এইচ.এম.আশিকুর রহমান এবং রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন (সচিব বাংলা একাডেমি, ঢাকা) এডভোকেট ছাফিয়া খানম, (চেয়ারম্যান, জেলা পরিষদ) । আলোচক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাবেক বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর ।সভাপতি জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর।জনাব এইচ.এম.আশিকুর রহমান বলেন পায়রাবন্দে  লাইব্রেরি, রাস্তা প্রশস্ত, করার প্রতিশ্রুতি দেন ।

৩ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে মেডিকেল ক্যাম, রচনা প্রতিযোগিতা, ইত্যাদি।বেগম রোকেয়া ছিলেন বাংলার নারী জাগরণের অগ্রদূত । এই মহীয়সী নারী জন্মগ্রহণ করেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের পায়রাবন্দ গ্রামে এবং মৃত্যুবরণ করেন ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায়।

এই মহীয়সী নারীর জন্মবার্ষিকী ১৩৯ তম এবং মৃত্যুবার্ষিকী ৮৭ তম।বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনাগুলো হলো পিপাসা (১৯০২), মতিচূর (১৯০৪),  সুলতানার স্বপ্ন (১৯০৮) সওগাত (১৯১৮), পদ্মরাগ (১৯২৪), অবরোধবাসিনী (১৯৩১)

প্রজন্মনিউজ২৪/নাজমুল/নাজিম উদ্দীন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ