মাঠের ভেতর ঢুকে পড়লো সাপ

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০১৯ ০৪:২৫:০৬

মাঠের ভেতর ঢুকে পড়লো সাপ

মাঠের ভেতর কুকুর, বেড়ালের মতো প্রাণী ঢুকে পড়ার ঘটনা একেবারে বিরল নয়। তাই বলে সাপ? হ্যাঁ, এমনই ভয়ংকর এক ঘটনা ঘটেছে ভারতের রঞ্জি ট্রফিতে।আজ (সোমবার) রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে নামে অন্ধ্রপ্রদেশ ও বিদর্ভ।

বিজয়ওয়াড়ার মাঠে ম্যাচ চলার সময় হঠাতই ঢুকে পড়ে একটা সাপ। ওই সাপ দেখে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন ক্রিকেটাররা।তাদের একপাশে সরিযে রেখে কিছুক্ষণের জন্য খেলাও বন্ধ করে দেয়া হয়। তারপর মাঠকর্মীরা এসে কোনোমতে বের করে নেন সাপটিকে। পরে আবার খেলা শুরু হয়।বছর দুয়েক আগে রঞ্জি ট্রফিতে দিল্লি ও উত্তর প্রদেশের ম্যাচ চলাকালীন পালাম এয়ার ফোর্সের মাঠে ঢুকে পড়েছিল একটা গাড়ি।

তার জন্য কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল খেলা।সেই ম্যাচ খেলতে নেমেছিলেন গৌতম গম্ভীর, রিশাভ পান্তরা। প্রশ্ন উঠেছিল, ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে। এবার অবশ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই। সাপ কি আর নিরাপত্তাকর্মীদের ভয় পায়!

প্রজন্মনিউজ২৪/নাজিম উদ্দীন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ