মডেল নওশাবার মামলা স্থগিতই থাকছে

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০১৯ ১১:৩২:০১

মডেল নওশাবার মামলা স্থগিতই থাকছে

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে হওয়া এই মামলার কার্যক্রম গত ২০ নভেম্বর ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করেরাষ্ট্রপক্ষ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রমে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ রোববার এই আদেশ দেন।

আদালতে নওশাবার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। গত বছরের ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নওশাবার বিরুদ্ধে এ মামলাটি করা হয়। মামলায় ওই বছরের ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুক লাইভে এসে অপপ্রচার চালানোর সুনিদিষ্ট অভিযোগ আনা হয়।

 এই মামলায় তাকে কয়েক দফা রিমান্ডেও  নেয়া হয়েছিল। মামলার দিনই রাজধানীর উত্তরার বাসা থেকে নওশাবাকে আটক করেন র‌্যাব। তিনি গত ১৯ জানুয়ারি থেকে নিম্ন আদালত থেকে স্থায়ী জামিন আছেন।

প্রজন্মনিউজ২৪/আঃমান্নান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ