গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ লক্ষাধিক টাকা মূল্যের গাছ কেটে জোরপূর্বক জমি দখল

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০১৯ ০৫:৫৪:০২

গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ লক্ষাধিক টাকা মূল্যের গাছ কেটে জোরপূর্বক জমি দখল

গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনী গ্রামের- মোরশেদউল সিদ্দিক তানসেন( পিতা মৃত আব্দুর রহমান প্রামাণিক) সর্বমোট ৯২ শতক জমির আইল ঘেঁষে প্রায় ১৫ বছর আগে গাছ রোপণ করেন ভুক্তভোগী মোরশেদ।

আরো জানা যায়,একই গ্রামের সাইফুল ইসলাম খুশি ও মশিউর রহমান ও তাদের দলবলরা দীর্ঘদিন ধরেই ওই জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এরই জের ধরে গত ২৯ নভেম্বর ওই জমির প্রায় ৪ লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন মোরশেদ। সেই সঙ্গে জোরপূর্বক জমি দখলে নেয় সাইফুল।

শনিবার (৭ ডিসেম্বর) মোরশেদউল প্রামাণিক এ ঘটনার সঙ্গে জড়িত ১৬জনসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করা করেছেন। মামলা দায়ের পর থেকেই অভিযুক্তরা বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী মোরশেদউল জানান যে আসামিদের হুমকির কারণে জীবন নাশের আসংঙ্কা করছেন তিনি। ক্ষতি পুরনসহ অপরাধীদের দৃষ্টাদন্তমূলক শাস্তি চান তিনি।

প্রজন্মনিউজ২৪/রেজাউল/আজাদ

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ