পুতিনকে বিশ্বাস করবেন না’

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০১৯ ০৫:০৬:০৪

পুতিনকে বিশ্বাস করবেন না’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কখনো বিশ্বাস করা যায় না। তাই তার সঙ্গে সব রকম বৈঠক এড়িয়ে চলুন। এ কথা বলেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরেশেঙ্কো।শুক্রবার এক সম্পাদকীয়তে পেট্রো পোরেশেঙ্কো তার উত্তরসূরীকে উদ্দেশ্য করে বলেন, ‘পুতিনকে বিশ্বাস করবেন না। কখনো না এবং কোনকিছুতেই। পুতিন সবকিছুতে নিজের স্বার্থের জন্য হস্তক্ষেপ করেন।

তিনি ইউক্রেন এবং ইউক্রেনবাসীদের ঘৃণা করেন।’ইউক্রেনের একটি দৈনিক অনলাইনে পোরেশেঙ্কো আরো লিখেছেন, ‘আমি আন্তরিকভাবে পরামর্শ দেই পুতিনের সঙ্গে বৈঠক এড়িয়ে চলুন। এটি যদি সম্ভব না হয় তাহলে কেজিবি (রাশিয়ার নিরাপত্তা সংস্থা)’র হস্তক্ষেপ ও চাটুকারিতা প্রতিরোধ করুন।তিনি এমন সময় এই পরামর্শ দিলেন যখন তিন দিন পরই প্যারিসে পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি।

এর আগে গত মাসেই জেলেনস্কির প্রশংসা করে তাকে‘পছন্দসই’এবং ‘আন্তরিক’বলে উল্লেখ করেছিলেন পুতিন।

প্রজন্মনিউজ২৪/নাজিম উদ্দীন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ