ফেইসবুকের ছবি ট্রান্সফার করা যাবে গুগল ফটোসে

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০১৯ ০৪:০৯:৩৯ || পরিবর্তিত: ০৬ ডিসেম্বর, ২০১৯ ০৪:০৯:৩৯

ফেইসবুকের ছবি ট্রান্সফার করা যাবে গুগল ফটোসে

ফেসবুক পরীক্ষামূলকভাবে নতুন একটি টুল চালু করছে। ডেটা পোর্টেবিলিটি টুল নামে এই টুলের মাধ্যমে গুগল ফটোসে সরাসরি ছবি ট্রান্সফার করা যাবে । এটি ব্যবহার করলে ফেসবুকের ছবি সরাসরি গুগল ফটোসে আপলোড হবে। আলাদাভাবে ছবি ডাউনলোড করে আর গুগল ফটোসে রাখার প্রয়োজন হবে না। এই টুল নিয়ে সোমবার থেকে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে আয়ারল্যান্ডে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া অনুযায়ী টুলটিতে কিছু পরিবর্তন আনা হবে। ২০২০ সালের শুরুর দিক থেকে এই টুলটি পুরোদমে ব্যবহার করা হবে। উল্লেখ্য, ব্যবহারকারীদের সব তথ্য মুষ্টিগত না করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নীতিনির্ধারকরা ফেসবুকের ওপর চাপ প্রয়োগ করেছিলেন।

এ চাপের কারণেই ওপেন-সোর্স ডেটা ট্রান্সফার প্রজেক্টে অংশ নিয়ে ছবি ট্রান্সফারের টুল চালুর সিদ্ধান্ত নেয় ফেসবুক। এ প্রজেক্টের অন্যান্য অংশগ্রহণকারীর তালিকায় আছে অ্যাপল, গুগল, মাইক্রোসফট ও টুইটার।

প্রজন্মনিউজ২৪/জাহিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ