যুক্তরাষ্ট্রে সার্জেন্ট পদে প্রথম বাংলাদেশি চট্টগ্রামের কায়সার

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০১৯ ০৪:০০:৩৫

যুক্তরাষ্ট্রে সার্জেন্ট পদে প্রথম বাংলাদেশি চট্টগ্রামের কায়সার

যুক্তরাষ্ট্রে পুলিশ সার্জেন্ট পদে প্রথম বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন চট্টগ্রামের ছেলে বাংলাদেশি বংশোদ্ভূত আরমান কায়সার।যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি পুলিশ ২৪ জন পুলিশ কর্মকর্তাকে সার্জেন্ট পদে পদোন্নতি দিয়েছে। কায়সার তাদের মধ্যে অন্যতম। সোমবার (২ ডিসেম্বর) পদোন্নতি পাওয়া বাকি পুলিশ অফিসারদের সঙ্গে শপথ নেন তিনি।

প্রেস অব আটলান্টিক সিটির এক প্রতিবেদনে বলা হয়, সার্জেন্ট পদে ১০০-এর কাছাকাছি পুলিশ কর্মকর্তা আবেদন করেন। তাদের মধ্য থেকে বাছাই করে এই ২৪ জনকে নির্বাচিত করা হয়।সার্জেন্ট পদে পদোন্নতি পাওয়ায় আরমান কায়সার এখন থেকে ১৮৬ জন সাধারণ কর্মকর্তা ছাড়াও তিনশোর অধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যকে নেতৃত্ব দেবেন।

চাকরির শুরুতে বেতন হিসেবে পাবেন বার্ষিক এক লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৮৪ লাখ টাকা। অর্থাৎ, তিনি মাসিক বেতন পাবেন ৭ লাখ টাকা।২০১২ সালে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে আটলান্টিক সিটির পুলিশ বিভাগে অফিসার পদে যোগ দেন কায়সার।

এর আগে যুক্তরাষ্ট্রে পুলিশের ক্যাপ্টেন পদে প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দেন বাংলাদেশি-আমেরিকান

প্রজন্মনিউজ২৪/নাজিম উদ্দীন

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ