আইপিএলে খেলতে পারবেন মোস্তাফিজ

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০১৯ ০৩:১৫:২২

আইপিএলে খেলতে পারবেন মোস্তাফিজ

বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান এক আক্ষেপের নাম হয়ে উঠেছেন। আগের সেই গতি নেই, নেই সুইং কিংবা কাটার। বলের লাইনও হারিয়েছেন ফিজ। সর্বেশেষ ভারত সিরিজে বিবর্ণ ছিলেন তিনি। তবে মুস্তাফিজ ইনজুরি মুক্ত থাকায় তার আবার ফর্মে ফেরার সুযোগ বেড়ে যাচ্ছে।

আন্তর্জাতিক অঙ্গনে এসেই মাঠ মাতাতো মুস্তাফিজ আইপিএলের ১৩তম আসরে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের যে ছয়জন ক্রিকেটারের নাম নিলামে উঠেছে মুস্তাফিজ তাদের একজন। তিনি যদি নিলাম থেকে দল পান তবে তাকে খেলতে বাধা দেবে না বিসিবি। আবার আইপিএল খেলে যদি মুস্তাফিজ ফর্মে ফেরেন সেটা দলের জন্য ভালো বলে উল্লেখ করেন বাংলাদেশ ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।

মুস্তাফিজকে সর্বশেষ আসরের আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দেয়নি বিসিবি। তবে এবার দেবে। কারণ গত মৌসুমে ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন বাংলাদেশ কাটার মাস্টার। এবার তার ইনজুরি নেই বলে খেলার ছাড়পত্র দেবে বোর্ড। আবার যদি ইনজুরিতে পড়েন মুস্তাফিজ? এই শঙ্কা নিয়ে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, 'সে যদি নিয়ম মতো চলে তাহলে তার ইনজুরিতে পড়ার সম্ভাবনা কম।'

ক্যারিয়ারের শুরুর তিন ম্যাচে মুস্তাফিজুর ভারতের বিপক্ষে নিয়েছিলেন ১৬ উইকেট। দলকে ভারতের বিপক্ষে জিতিয়ে ছিলেন সিরিজ। ওই মুস্তাফিজকে ফিরে পাওয়া দলের জন্য খুবই দরকার বলে উল্লেখ করেন আকরাম খান, 'সত্যি বলতে আমরা মুস্তাফিজের ইনজুরি নিয়ে চিন্তায় আছি। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সে যদি আবার আইপিএলে খেলার সুযোগ পায়। যদি আবার তার ফর্ম ফিরে পায়। সেটা বাংলাদেশ দলের জন্য হবে খুবই সহায়ক।'

প্রজন্মনিউজ২৪/জাহিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ