ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ বিপর্যয়

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০১৯ ১২:৩০:০৪

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ বিপর্যয়

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্রভাবে গড়ে উঠেছে প্রায় ২০ টি ইটভাটা। এসব ভাটায় অতি নিন্মমানের কয়লা পোড়ানোর কারণে আশপাশের পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। এর প্রভাব দেখা দিয়েছে প্রায় ১৪ হাজার হেক্টর ফসলি জমিতে। স্থানীয় কৃষকদের অভিযোগ ইটভাটার ধোঁয়ার কারণে প্রতিবছর তাদের লাখ লাখ টাকার ফসল নষ্ট হচ্ছে।

তারা আরও বলছে বেশিরভাগ ইটভাটার কোনো প্রকার কাগজপত্র ছাড়াই বিভিন্ন দফতরে বিশেষ সুবিধা দিয়ে চলছে ইট পোড়ানোর কাজ। গাইবান্ধা সদর উপজেলার তথ্য অনুযায়ী জানা গেছে, উপজেলায় মোট ১৫ হাজার ৫২ হেক্টর ফসলি জমি রয়েছে। এর মধ্যে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ফসল উৎপাদন হয়। বাকি এক হাজার ৫২ হেক্টর জমিতে বসতবাড়ি ও ফলের বাগান রয়েছে।

তবে প্রতিবছর দফায় দফায় ফসলহানি ও বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সম্প্রতি অনেক কৃষক ওই জমিগুলোতে পুকুর খননের দিকে ঝুঁকছেন। বোয়ালী ইউনিয়নের আব্দুল মজিদ নামে একজন কৃষক বলেন আমাদের এলাকায় ফসলি মাঠের মধ্যে নিয়মবহির্ভূতভাবে একাধিক ইটভাটা গড়ে উঠেছে। এক যুগেরও বেশি সময় থেকে ইটভাটার কালো ধোঁয়ার কারণে প্রতিবছর আমাদের এলাকায় বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। হা

তে গোনা দু’চার জন ইটভাটার মালিক লাভবান হলেও শত শত চাষীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন। কৃষকরা বিভিন্ন সময় উপজেলা কৃষি অফিস ও নির্বাহী কর্মকর্তা বরাবর একাধিক বার অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না। যার কারণে অনেক কৃষকরা বাধ্য হয়ে ফসলি জমিতে পুকুর খনন করছেন।   এই ইটভাটাগুলি ব্যবহারের কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে। এতে করে ভাটার বিষাক্ত ধোঁয়ার প্রভাব এখন কৃষির ওপর পড়ছে। তাই সংশ্লিষ্টের কাছে সাধারন কৃষকের দাবি অবৈধ ইটভাটাগুলি বন্ধ করে। কৃষকের ফসলি জমি রক্ষায় সহায়তা করুন।

প্রজন্মনিউজ২৪/ মামুন

 

 

এ সম্পর্কিত খবর

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউআইটিএস-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ইউ এন ও এর সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ব্যাটিং ভরাডুবি বাংলাদেশের, সহজ লক্ষ্য অস্ট্রেলিয়ার

ফরিদপুরে ২৬ শে মার্চ উপলক্ষে বর্ণিল আয়োজনে উদযাপিত হয় মহান স্বাধীনতা দিবস

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ২৬ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্থানীয় সংসদ সদস্যর উপস্থিতিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম: এনামুল হক শামীম

খুলনায় বিএনপির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আজ মহান স্বাধীনতা দিবস আজ

জেলি ফিশে বিপাকে জেলেরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ