বন্যা ও ভূমিধস, কঙ্গোতে ৩৯ জনের প্রাণহানি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০১৯ ০৫:৫৯:৩১

বন্যা ও ভূমিধস, কঙ্গোতে ৩৯ জনের প্রাণহানি

ভয়াবহ বন্যার কবলে পড়েছে আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) শহরাঞ্চল। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৩৯ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে শতাধিক।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে রাজধানী কিনশাসায় শুরু হওয়া আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, মুষলধারে বৃষ্টিপাতের ফলে কিনশাসা বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যাপক ভূমিধস হয়েছে। বন্যায় দক্ষিণাঞ্চলীয় অ্যাভিনিউ বিশ্ববিদ্যালয়ের পাশেও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায় তিনটি স্থাপনা ধসে পড়েছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশকিছু সড়ক।

রাজধানীর ভাইস গভর্নর বলেছেন, ‘বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা এরই মধ্যে তাদের অভিযান শুরু করেছেন। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যেখানেই মরদেহ এবং হতাহতের সন্ধান পেয়েছি মূলত সেখান থেকেই তাদের উদ্ধার করে আনছি। এমনকি আহতদের হাসপাতালগুলোতে ভর্তির ব্যবস্থাও করেছি।’

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ