অজিদের ইনিংস এবং ৫ রানের বড় জয়

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০১৯ ০১:৪১:৫৬ || পরিবর্তিত: ২৪ নভেম্বর, ২০১৯ ০১:৪১:৫৬

অজিদের ইনিংস এবং ৫ রানের বড় জয়

পাকিস্থানের বিপক্ষে গ্যাবায় অজিদের ইনিংস এবং ৫ রানের বড় জয়। ডেভিড ওয়ার্নার-লাবুশেনের শতকে ভর করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫৮০/১০। গ্যাবায় পাকিস্তানের বিপক্ষে অজিদের দলীয় সর্বোচ্চ এটি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে  ৬৪/৩ নিয়ে চর্তুথ দিনের খেলা শুরু করে পাকিস্তান। ইনিংস পরাজয় এড়াতে তখনো ২৭৬ রান করতে হতো পাকিস্তানকে।  শান মাসুদ (৪২) ও বাবর আজমের (১০৪) করে প্রাথমিক ধাক্কা শামলানোর চেষ্টা করেন কিন্তু হ্যাজেলউডের তোপের মুখে সে চেষ্টা ব্যার্থ হয়।

পরবর্তিতে রিজওয়ান কিছুটা ইনিংস মেরামোত করার চেষ্টা করেন। শত রান থেকে মাত্র ৫ রান দূরে থেকে হ্যাজেলউডের বলে আউট হয়ে যান  রিজওয়ান। ইয়াসির শাহ ৪২ রানের ইনিংস ও পাকিস্থানের ইনিংস পরাজয় এরাতে পারেনি। ম্যান অব দি ম্যাচ লাভ করেন লাবুশেন।

সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়ার সংগ্রহ  ৫৮০/১০, পাকিস্থান ২৪০/১০ এবং ৩৩৫/১০ ( বাবর ১০৪ , রিজওয়ান  ৯৫, শাহ ৪২  , হ্যাজেলউড ৬৩/৪ , র্স্টাক ৭৩/৩)

প্রজন্মনিউজ২৪/হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ