ছুরিকাঘাতে সাবেক প্রেসিডেন্টের ছেলে হত্যা

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০১৯ ০৫:১৫:৫৬ || পরিবর্তিত: ২১ নভেম্বর, ২০১৯ ০৫:১৫:৫৬

ছুরিকাঘাতে সাবেক প্রেসিডেন্টের ছেলে হত্যা

জার্মানির সাবেক প্রেসিডেন্ট রিশার্ড ফন ভাইৎসেকারের ছেলে ফ্রিটজ ফন ভাইৎসেকার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার বার্লিনের একটি হাসপাতালে ভাষণ দেওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

পেশায় চিকিৎসা বিজ্ঞানী ফন ভাইৎসেকার ২০০৫ সালে বার্লিনের শ্লসপার্ক ক্লিনিক প্রধানের পদে যোগ দেওয়ার আগে ফ্রাইবুর্গ, বোস্টন ও জুরিখে কাজ করেন।তিনি জার্মানির প্রয়াত রাষ্ট্রপতি রিশার্ড ফন ভাইৎসেকারের চার সন্তানের একজন। ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জার্মান প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন রিশার্ড। ২০১৫ সালে মারা যান তিনি।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম বার্লিনের চার্লটেনবুর্গে শ্লসপার্ক হাসপাতালে চিকিৎসা বিষয়ে ভাষণ দেওয়ার সময় ফন ভাইৎসেকারকে (৫৯) এক ব্যক্তি ছুরিকাঘাত করেন। উপস্থিত মানুষে সহায়তায় হামলাকারীকে আটক করা হয়েছে।হামলাকারীকে থামানোর চেষ্টা করতে গিয়ে দর্শকদের একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্লসপার্ক হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত এ ধরনের বক্তৃতার আয়োজন করে এবং সবার জন্য তা উন্মুক্ত।কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন শ্রোতা ছাড়াও হাসপাতাল কর্মচারীদেরও বক্তব্য নিয়েছেন।

জার্মানির ফ্রি ডেমোক্র্যাটিক পার্টির নেতা ক্রিস্টিয়ান লিন্ডার বলেছেন, ফ্রিটজ ফন ভাইৎসেকারের মৃত্যুতে তিনি ‘স্তব্ধ’ হয়ে পড়েছিলেন।

প্রজন্মনিউজ২৪/জাহিদ

এ সম্পর্কিত খবর

পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার

ইরানের প্রেসিডেন্ট রাইসির পাকিস্তান সফরের কারণ কী

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছে তা সর্বজনবিদিত

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে পায়েস, আটা, ভাত ও পোলাও

গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নাটোরে ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু

হাতিয়াতে ভোট ছাড়াই জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যান

কালিমন্দিরে আগুনের ঘটনায় গুজব ছড়িয়ে দুজন নির্মাণশ্রমিককে হত্যা

পাকিস্তান অধিনায়ক বাবরের বিশ্বরেকর্ড

নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, নতুন এয়ারলাইন্স ‘ফ্লাই ঢাকা’

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ