ভোক্তা অধিকারের অভিযানে সিলেটের ১০ ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০১৯ ০৫:১৪:৫৬

ভোক্তা অধিকারের অভিযানে সিলেটের ১০ ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

সিলেট প্রতিনিধি :: আজ মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ নেতৃত্বে সিলেটের বিভিন্ন প্রতিষ্টানে অভিযান পরিচালিত হয়।

অভিযানে চলাকালে সিলেটের পাঁচটি ব্যবসা প্রতিষ্টানে অতিরিক্ত দামে লবন বিক্রি ও মূল্যতালিকা না থাকার দায়ে জরিমানা করেছে। প্রতিষ্টানগুলো হল  কাজীটুলা জনতা স্টোরকে ৩ হাজার,  শাহী ঈদগাহ বেগম স্টোরকে ৩ হাজার,  ধানসিড়ি রুবেল স্টোরকে ২০ হাজার,  আব্দুল্লাহ স্টোরকে ৭ হাজার ও আম্বরখানা ফরিদ স্টোরকে ৮ হাজার টাকা। এবং মূল্যতালিকা না থাকায় শাহপরাণ এলাকায় সাফা স্টোরকে ৪ হাজার টাকা ও অলক স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিভিন্ন অপরাধে বালুচর বিসমিল্লাহ স্টোরকে ৭ হাজার টাকা,  মেডিসিন স্টোরকে ৩ হাজার টাকা ও নাহার মেডিসিন স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রজন্মনিউজ২৪/রেজাউল/হাফিজুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ