৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০১৯ ১২:৩৩:১৩

৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে মাওনা চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। বেলা পৌনে ১১টার তারা এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

অবরোধ চলাকালে মাওনা চৌরাস্তার কয়েক কিলোমিটার এলাকা থমকে যায়। এতে সব চাইতে বেশি বিপাকে পড়েন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনে ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী কর্মকর্তা-কর্মচারীরা ও কারখানার শ্রমিকরাও চরম বিপাকে পড়েন।

শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয়ার জন্য বলে। পরে শ্রমিকেরা বেলা পৌনে ১১টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।মাওনা হাইওয়ে থানা পুলিশের এসআই আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজন্মনিউজ২৪/নাজিম উদ্দীন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ