অনিয়ম আর অভিযোগের শেষ নাই গাইবান্ধা সদর হাসপাতালে

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০১৯ ০৬:৩৭:৪৪

অনিয়ম আর অভিযোগের শেষ নাই গাইবান্ধা সদর হাসপাতালে

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর হাসপাতালে কতৃপক্ষের গাফিলতির কারনে অনিয়ম আর অভিযোগের শেষ নেই।হাসপাতালে গেলে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছে রোগী ও তাদের স্বজনেরা। রোগী গেলেই অভাব নেই দালালের তারা রোগীদের বিভিন্ন সুজগ সুবিধার কথা বলে রোগীদের সাথে প্রতারনা করছে।

বিষয়টি নিয়ে রোগী ও স্বজনদের সাথে কথা বলতে গেলে তারা ক্ষোপ প্রকাশকরে বলে হাসপাতালের ভিতর ও বাহিরে দুর্গন্ধে পেট ফুলেউঠে। বিছানা ও বেশির ভাগ কক্ষ অপরিষ্কার নজরে নেই কতৃপক্ষের। তারা আরও বলে বিভিন্ন সময় রোগীরা সেবা নিতে আসলে ডাক্তারদের দিতে হয় মোটা অঙ্কের টাকা। টাকা না দিলে অবহেলা করছে রোগীদের।

অনেক সময় টাকার জন্য চিকিৎসা সেবাও দিচ্ছে না তারা। গরিব রোগীরা বলছে সরকারী হাসপাতালে আসি কম খরচে চিকিৎসা সেবা নিতে। আর তারা কম খরচে চিকিৎসার কথা বলে পরে বোঝা চাপিয়ে দিচ্ছে রোগীদের  উপর।

এক পর্যায়ে তারা  চিকিৎসা বিভাগের উদ্দেশ্যে করে বলেন সরকারী চিকিৎসকেরা জদি জল্লাতরুপি হয় বেসরকারী চিকিৎসকরা কি হব? বিষয়টি নিয়ে ডাক্তার এ কতৃপক্ষের সাথে কথা বললে নিজের অপরাধ স্বিকার করেনি কেহ।

প্রজন্মনিউজ২৪/ নাজমুল / মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ