নিরাপদ সড়কের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০১৯ ০৬:২৭:৫৬

নিরাপদ সড়কের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি : নিরাপদ সরকের দাবিতে গতকাল রোজ রবিবার বিকেল ৪ ঘটিকায় গাইবান্ধা জেলা (নিসচা) আহবায়ক এর নেতৃত্বে এক মানববন্ধন এর আয়োজন করা হয়। এসময় উপস্হিত ছিলেন গাইবান্ধার ট্রাফিক ইনচার্জ নুর মুহাম্মদ, (নিসচা) জেলা আহ্বায়ক এ্যাড.আসাদুজ্জামান সরকার মিলন, (নিসচা) সিনিয়র যুগ্ম আহ্বায়াক এ্যাড. সালাউদ্দিন কাসেম আরও অনেকে।

এসময় ট্রাফিক ইনচার্জ নুর মুহাম্মদ বলেন বেপরোয়া গাড়ী চালানো জাবে না। ট্রাফিক সিগনাল মেনে গাড়ি চালাতে হবে তবেই সম্ভব নিরাপদ সরক। বক্তব্যে এ্যাড.আসাদুজ্জামান সরকার মিলন বলেন।সরক শুধু সরকারের একার নয় বরং সরক সবার তাই নিরাপদ সরক ও নিরাপদে পথ চলার জন্য সবাইকে সচেতন হতে হবে। আমরা সবাই যদি সচেতন হই তবেই সুন্দর ও সচ্ছল দেশগড়া সম্ভব।

আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন (নিসচা) সিনিয়র যু্গ্ম আহ্বায়ক এ্যাড. সালাউদ্দিন কাশেম তিনি বলেন নিরাপদ সরক শুধু আমাদের একার দাবি নয়। বরং সর্বস্তরের মানুষের দাবি তাই আমাদের সকলকে সচেতন হতে হবে। এবং এর কার্যকরী ব্যাবস্হা নিতে হবে। মানববন্ধন শেষে তারা বিভিন্ন স্হানে সচেতনতা মুলক লিফলেট বিতরন করেন ও কয়েকটি ফ্রি হেলমেট বিতরন করেন।

প্রজন্মনিউজ২৪/ নাজমুল / মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ