টেষ্টে মুশফিক ও রাহির র্যাংকিংয়ে উন্নতি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০১৯ ০৬:৩৪:৪৪ || পরিবর্তিত: ১৭ নভেম্বর, ২০১৯ ০৬:৩৪:৪৪

টেষ্টে মুশফিক ও রাহির র্যাংকিংয়ে উন্নতি

ইন্দোর টেস্টে ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের বলার মতো কোনো পারফরম্যান্স নেই। ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৬৪ রান। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৪৩।

এমন পারফরম্যান্সের পর আইসিসি  খেলোয়াড় র্যাংকিংয়ে  টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় ৫ ধাপ উন্নতি করেছেন মুশফিকুর রহিম। তিনি এখন আছেন ৩০তম অবস্থানে। অন্যদিকে, বল হাতে ৪ উইকেট নেন পেসার আবু জায়েদ রাহি। বোলারদের তালিকায় তিনি ১৮ ধাপ উন্নতি করে ৬২তম অবস্থানে উঠে এসেছেন।

অন্যদিকে, ভারতীয় পেসার মোহাম্মদ শামি বোলারদের তালিকায় সেরা দশে উঠে এসেছেন। আট ধাপ উন্নতি করে তিনি আছেন সপ্তম অবস্থানে। এটি শামির ক্যারিয়ার সেরা র্যাংকিং। প্রথম ইনিংসে ২৭ রানে ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন শামি।

ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করেন। ২৪৩ রান করে আউট হন এই ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের তালিকায় তিনি ১১তম অবস্থানে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের মধ্যে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আছেন দ্বিতীয় অবস্থানে। চতুর্থ অবস্থানে আছেন চেতেশ্বর পূজারা। ৮৬ রান করার পর অজিঙ্কা রাহানে আছেন পঞ্চম অবস্থানে। দশম অবস্থানে আছেন রোহিত শর্মা।

প্রজন্মনিউজ২৪/জাহিদ

 

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ