পিয়াজের মুল্য বৃদ্ধিতে গাইবান্ধায় বিক্ষব মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০১৯ ০৬:৩৮:০১

পিয়াজের মুল্য বৃদ্ধিতে গাইবান্ধায় বিক্ষব মিছিল ও সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি: শনিবার (১৬ নভেম্বর) বিকেলে গাইবান্ধা জেলায় অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ-মিছিল ও সমাবেশ পালন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। উক্ত বিক্ষব মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সমাবেশের আয়োজন করে ।

এতে বক্তব্য দেন- সিপিবি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সদস্য সন্তোষ কুমার ও আসোয়াদ আলীসহ অনেকে। বক্তারা বলেন, একটি মহল সিন্ডিকেট গড়ে তুলে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। শুধু পেঁয়াজই নয়, সম্প্রতি চাল-সবজিসহ সব ধরনের নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

সাধারণ জনতা অতিষ্ট হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় সবজির মূল্য অতি মাত্রায় বেড়ে যাওয়ার কারণে  সাধারণ মানুষ বাজার করতেও ভয় পাচ্ছেন বলেও জানা যায়।শিগগিরই এসব পণ্যের দাম না কমানো হলে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে বলে জানান তিনি।

প্রজন্মনিউজ২৪/ আজাদ / মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ