মেইন সড়কের করুন দষা

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০১৯ ১১:৩৪:৩৯

মেইন সড়কের করুন দষা

গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সদর উপজেলার গাইবান্ধা টু ফুলছড়ী রাস্তায় ঝুঁকিনিয়ে চলতে হচ্ছে পথচারীদের। সাঘাটা, ফুলছড়ী, বাদিয়াখালী, বোয়ালী, বাসীর গাইবান্ধা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই রাস্তাটি। রাস্তাটি গত জুলাই মাসের ১৫ তারিখে ভয়বহ বন্যায় ঝুঁকিতে পরে। এক পর্যায়ে পানির প্রবল চাপ সৃষ্টি হলে রাস্তার উপরদিয়েই গড়িয়ে যায় স্রোতের পানি। ফলে রাস্তার পশ্চিম পার্শ্ব  ক্ষতিগ্রস্ত হয় এবং কিছুকিছু জায়গা খাদে পরিনত হয়।

এ অবস্থাতে ভারি কোনগাড়ি ওভার ট্যাকিং করতে গেলে মাঝেমাঝে ডেবে যাচ্ছে খাদে। রাতে চলতে গেলে বেকায়দায় পড়ে যানবাহন, যার ফলেই ঘটছে দুর্ঘটনা।

স্থানিয় এলাকা বাসির অভিযোগ করে বলেন, রাস্তাটির এ অবস্থা হওয়ার পরও সহায়তার জন্য এগিয়ে আসেনি কেউ। সংশ্লিষ্টদের নেই কোন কার্যক্রম।

পথচারীরা অভিযোগ করে বলেন, শুধু রাস্তায় চলাচলেরে সমস্যা নয়। এর পাশাপাশি আর একটি সমস্যা হলো রাত ১০ টারপর ফাঁকা জায়গা গুলেতে সুজগ বুঝে হচ্ছে ছিনতাই ও ডাকাতি। তাই এলাকাবাসী ও পথচারীদের দাবি দ্রুত রাস্তাটি সংস্কার করতে হবে এবং উল্লেখিত সমস্যাগুলি সমাধান করতে হবে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল/ নাজমুল

           

           

           

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ