ঝিনাইদহে জাতীয় কৃষি দিবস পালিত

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০১৯ ০৬:২০:২০

ঝিনাইদহে জাতীয় কৃষি দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় কৃষি দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শেয়ার দ্যা প্লানেট এ্যাসোসিয়েশন (জাপান) এর সহযোগিতায় সোনার বাংলা ফাউন্ডেশন এসব কর্মসূচির আয়োজন করে।

এ উপলক্ষে সোনার বাংলা ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক হেলাল উদ্দীন, ইউপি সদস্য নুরুল ইসলাম, কৃষক কমলেশ শর্মা প্রমুখ। আলোচনা সভা শেষে সোনার বাংলা ফাউন্ডেশনের কার্যালয়ে থেকে এক র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে প্রধান বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন করে। মানববন্ধনে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রদানসহ কৃষকদের জন্য আলাদা বাজার সৃষ্টির দাবি করেন কৃষক নেতারা।

প্রজন্মনিউজ২৪/ শাকিল / মামুন

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ