পূজারা-বিরাটকে সাজঝরে ফেরতঃ রাহী

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০১৯ ১২:০৮:৩৯

পূজারা-বিরাটকে সাজঝরে ফেরতঃ রাহী

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনের সকালটা চেতশ্বর পূজারার ক্যাচ ফেলে দেয়ায় হতাশা দিয়েই বাংলাদেশ দলের শুরু হয়েছিল। তবে আবু জায়েদ রাহী প্রথম আধা ঘন্টার ভেতরেই চেতশ্বর পূজারা এবং রানের খাতা না খোলা বিরাট কোহলিকে সাজঝরে ফেরত পাঠিয়ে ম্যাচে প্রাণ ফিরিয়ে এনেছেন।

বাংলাদেশের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৮৬ রান। মায়াঙ্ক আগারওয়াল ৯১ এবং আজিঙ্গা রাহানে ৩৪ রানে অপরাজিত আছেন।

আবু জায়েদ রাহীর বলে ব্যক্তিগত ৩২ রানে থাকা অবস্থায় পূজারা স্লিপে ক্যাচ দিলেও তা ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তাতে টাইগার শিবিরে হতাশা বেড়েছিল। এরপর পূজারা ফিফটি তুলে নিলেও ৭২ বলে ৫৪ রান করে চতুর্থ স্লিপে মিরাজের বদলে ফিল্ডিংয়ে নামা সাইফ হাসানের দারুণ ক্যাচে পরিণত হয়ে ফিরে যান।

পরের ওভারেই রাহী তুলে নেন বিরাট কোহলির উইকেট। রাহীর পোড়া বল কোহলির প্যাডে লাগলে লেগ বিফোরের আবেদন করা হলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। তবে রিভিউতে দেখা যায় বল স্টাম্পে সরাসরি আঘাত হানে। পর আম্পায়ার আঙুল তুলে দিলে বিরাট রান না করেই ক্রিজ ছাড়েন।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ