পানছড়িতে রেডক্রিসেন্ট এর দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০১৯ ০১:৪০:৪৮ || পরিবর্তিত: ০৯ নভেম্বর, ২০১৯ ০১:৪০:৪৮

পানছড়িতে রেডক্রিসেন্ট এর দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:: যুব রেডক্রিসেন্ট পানছড়ি ইউনিটের আয়োজনে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৮ (নবেম্বর) সকাল ১০ ঘটিকার সময় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ভবনে উক্ত ইউনিটের যুব প্রধান রায়হান আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান ও আয়োজিত অনুষ্ঠানের ট্রেইনার  এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি ইউনিট রেড ক্রিসেন্ট এর আজীবন সদস্য মোফাজ্জল হোসেন, পানছড়ি উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রেড ক্রিসেন্ট এর আজীবন সদস্য রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, খাগড়াছড়ি ব্রাঞ্চ রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান ও প্রোগ্রামের ট্রেইনার মোহাম্মদ ইব্রাহিম খলিল।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট পানছড়ি ইউনিটের সাবেক যুব প্রধান মাসুদ রানা সহ রেড ক্রিসেন্ট এর সকল সদস্য, সদস্যা বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিগণ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জসিম উদ্দিন মজুমদার বলেন, আমাদের সমাজের অনেকেরই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সঠিক জ্ঞান নেই। ফলে সামান্য দুর্ঘটনায়  অনেক সময় ঘটে যায় বড় ধরনের বিপদ। তাই পানছড়ি যুব রেডক্রিসেন্টের উদ্যোগে সকল সদস্যদের এই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য  রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ২০১৯ এর আয়োজন করায় তিনি ধন্যবাদ জানান।

প্রজন্মনিউজ২৪/রেজাউল/রুবেল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ