জাপানে ৩৯ লাখ টাকায় একটি কাঁকড়া বিক্রি

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০১৯ ০২:৫০:৫৬

জাপানে ৩৯ লাখ টাকায় একটি কাঁকড়া বিক্রি

জাপানে একটি কাঁকড়া বিক্রি হয়েছে ৪৬ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ লাখ টাকায়। দেশটির রাজধানী টোকিওতে বৃহস্পতিবার এই নিলাম হয়। সেখানেই এই তুষার কাঁকড়া (স্নো ক্র্যাব) রেকর্ড দামে কিনে নেন এক ব্যক্তি ওই স্নো ক্র্যাবটির ওজন এক কেজি ২০০ গ্রাম।

স্থানীয় একজন ব্যবসায়ী এত দাম দিয়ে ওই কাঁকড়াটি কিনে নেন।আসলে জাপানের টটোরি এলাকায় এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে শীতকালীন সামুদ্রিক খাবারের মৌসুম। সেখানে অনেক সময় দেখে ভাল লেগে গেলে অনেকেই চড়া দাম দিয়ে এমন কাঁকড়া বা টুনা মাছ কিনে নেন।

তবে এই কাঁকড়াটি একজন স্থানীয় খুচরা ব্যবসায়ী কিনেছেন।তিনি সেটি বড় কোনও জাপানি রেস্তরাঁয় বিক্রি করবেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। যে এলাকায় কাঁকড়াটি নিলাম হয়েছে, সেখানকার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দাবি করেছেন, একটি কাঁকড়ার ক্ষেত্রে এটি বিশ্বে সবচেয়ে বেশি দাম।

এই কাঁকড়ার দামের বিষয়টি যাতে গিনস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে তার আবেদন করা হবে বলেও জানিয়েছে কর্মকর্তারা।

প্রজন্মনিউজ২৪/নাজিম উদ্দীন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ