আজ থেকে ২২টি প্রেক্ষাগৃহে জয়া আহসানের ‘কণ্ঠ’

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০১৯ ১২:৫৯:৫২ || পরিবর্তিত: ০৮ নভেম্বর, ২০১৯ ১২:৫৯:৫২

আজ থেকে ২২টি প্রেক্ষাগৃহে জয়া আহসানের ‘কণ্ঠ’

জনপ্রিয় তারকা জয়া আহসানের অন্যতম ব্যবসাসফল ও প্রশংসিত ছবি ‘কণ্ঠ’ আজ থেকে দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরাও।

চলতি বছর পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া এই ছবিটি প্রথম সপ্তাহে সারাদেশের ২২টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে এর পরিবেশক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

পশ্চিমবঙ্গের প্রশংসিত পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সর্বশেষ নির্মাণ ‘কণ্ঠ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান ও ভারতের শিবপ্রসাদ। সঙ্গে আছেন সে দেশর পাওলি দাম।

এ বিষয়ে জয়া বলেন, ছবিটি শুধু ক্যানসার রোগীদের জন্য এমন নয়। জীবনযুদ্ধে হতাশায় ডুবে যান, হেরে যান এ ছবিটি তাদের জন্যও। তবে আমি বিশেষভাবে চাইব ক্যানসার রোগীরা যেন ছবিটি দেখেন।

অন্যদিকে এই ছবিটির বিপরীতে পশ্চিমবঙ্গে গিয়েছে জয়া আহসানেরই বাংলাদেশের ছবি ‘খাঁচা’।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ