প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০১৯ ০৪:৩৮:৫৫ || পরিবর্তিত: ০৬ নভেম্বর, ২০১৯ ০৪:৩৮:৫৫
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পিংড়া বাজার সংলগ্ন গোবিন্দপুর গ্রামের মিজান প্রধানীয়ার স্ত্রী সুইটি আক্তার (২১) সাত দিন আগে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর এখনো তার খোঁজ মিলেনি।গত ৩১ অক্টোবর স্বামীর বাড়ি থেকে সকালে কাউকে কিছু না বলে চলে গেছেন তিনি।অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি সুইটির বাবার বাড়ির লোকজনকে ফোন করে জানানো হয়।
মেয়ের খবর শুনে তাৎক্ষণিক সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেন।তার কোনো সন্ধান না পেয়ে ১ নভেম্বর সুইটির বড় বোন মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়রি করেন।
সুইটির স্বামীর বাড়ির লোকজনও দুইদিন পর মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়রি করেন।এ দিকে সুইটির শ্বশুড় বাড়ির লোকজনের বিভ্রান্তিমূলক কথা বার্তায় সন্দেহের সৃষ্টির হলে সুইটির বাবা ও বোন চাঁদপুরের পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন। পুলিশ সুপার বিষয়টি দেখার জন্য ওসি ডিবিকে নির্দেশ দেন।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার বেহেরিপুর গ্রামের মোঃ হুমায়ুন কবির খানের ছোট মেয়ে সুইটি। তিন বছর আগে মতলব দক্ষিণ উপজেলার পিংড়া বাজার সংলগ্ন গোবিন্দপুর গ্রামের মিজান প্রধানীয়ার সাথে পারিবারিকভাবে তাদের বিবাহ হয়।
প্রজন্মনিউজ২৪/মামুন
ভারতের নাগরিকত্ব আইন সাম্প্রদায়িক-বিদ্বেষপ্রসূত
২০৩৫ সালে বদলে যাবে বিশ্বের অনেক শহর,শীর্ষ দশে থাকবে ঢাকা
‘তথ্য পেতে শরীর দেন অনেক নারী রিপোর্টার’
নাশকতার নামে কারাবন্দি ছাত্র্রদলের ২ নেতার নামে মামলা:রিজভী
পরকীয়া প্রেমিকের সঙ্গে মা উধাও মেয়ের সংবাদ সম্মেলন
র্যাবের অভিযানে ইয়াবার সবচেয়ে বড় চালান আটক
লাল সবুজের পতাকা ঘিরেই ১৬ বছর কেটে গেলো