ইরাকে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ১৮

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০১৯ ১১:৫৪:১১

ইরাকে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ১৮

আর এম আতা রাব্বীঃ ইরাক সরকারের দূর্নীতি বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের  তদন্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত রাতে (২৮শে অক্টোবর) ইরাকের বেশ কয়েকটি অঞ্চল অস্হির ও অনিরাপদ ছিলো।

ইরাকের ব্যস্ততম প্রদেশ কারবালার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে- বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষে ১৮ জন নিহত এবং ৮০০ জনেরও অধিক আহত।  বিক্ষোভকারীদের নিহতের সংবাদ কারবালার পুলিশ অস্বীকার করেছেন।

ইরাকের রাজধনাী বাগদাদে কয়েকশ বিক্ষোভকারী, বিধিনিষেধ থাকা সত্বেও গভীর রাতে যানজট অপেক্ষা করে রাস্তায় নেমেছিলো। গত কয়েকমাস থেকে ইরাক সরকারের দূর্নীতি বিরোধী আন্দোলন করছেন জনসাধারণ।  

গত এক মাস ইমাম হোসাইন রাঃ এর শাহাদাৎ  বার্ষিকী বা আরবাইন উপলক্ষে পরিস্থিতি  শিথিল থাকলেও, আরবাইনের শেষ মূহুর্ত হতে বিক্ষোভকারীরা আন্দোলনে নেমেছে।   

প্রজন্মনিউজ২৪/ মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ