বাংলাদেশের অভিষেক টেস্ট দলকেও সৌরভের আমন্ত্রণ

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০১৯ ০৪:৩৪:১২

বাংলাদেশের অভিষেক টেস্ট দলকেও সৌরভের আমন্ত্রণ

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বিশাল আয়োজনের পরিকল্পনা নিয়েছেন কলকাতায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের দ্বিতীয় টেস্ট নিয়ে। ইডেন গার্ডেন্সে ২২ নভেম্বর শুরু হতে যাওয়া এই টেস্ট দেখতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবার বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা দলটিকেও আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২০০০ সালে ভারত-বাংলাদেশ টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের। সে সময় ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী আর বাংলাদেশের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। গাঙ্গুলী শুধু বাংলাদেশের সেই সময়ের দলটিকেই নয়, ভারতের সেই সময়ের দলটিকেও এই টেস্ট দেখতে আমন্ত্রণ জানানোর কথা বলেছেন ইডেন গার্ডেন্সে, ‘বাংলাদেশের প্রথম টেস্টে যারা খেলেছিল তাদের সবাইকেই আমন্ত্রণ জানাতে চাই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এই ব্যাপারে আমি লিখিতভাবে জানাবো। ব্যক্তিগতভাবে বিসিসিআই সভাপতি হয়ে ওই সময়ের ভারতীয় দলের সবাইকেও আমন্ত্রণ জানাবো।’গাঙ্গুলী আরও জানান, প্রথম দিনের খেলা শেষে ছোট সংবর্ধনা অনুষ্ঠানও আয়োজন করতে চান তিনি,  ‘আমরা প্রথম দিনের খেলা শেষে ছোট পরিসরে একটা সংবর্ধনা অনুষ্ঠান করতে চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন প্রথম দিনের খেলায়। এমনকি ম্যাচ শুরুর বেলটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজাবেন বলে জানালেন গাঙ্গুলী, ‘২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সবকিছু ঠিকঠাক হলে তিনিই ম্যাচ শুরুর বেল বাজাবেন।’গাঙ্গুলী আরও জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই টেস্ট দেখতে আমন্ত্রণ জানাবেন। পিটিআই।

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ