বিসিবিতে ক্ষুব্ধ ক্রিকেটাররা!

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০১৯ ০২:৪৮:৪৭

বিসিবিতে ক্ষুব্ধ ক্রিকেটাররা!

দু’দিন আগেই বিপিএলের নানা সিদ্ধান্ত নিয়ে নিজের খোলামেলা মন্তব্য দিয়েছেন সাকিব আল হাসান। বিপিএলে লেগ স্পিনারদের খেলানোর বাধ্যতামূলক নিয়ম নিয়েও কথা বলেছেন সাকিব। জানিয়ে দিয়েছেন, বিপিএল খেলোয়াড় তৈরির কোনো মাধ্যম নয়। বিপিএল নিয়ে বিসিবির অন্য যে সব সিদ্ধান্ত- সেগুলোর মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল। আগের চেয়ে তো বেশিই হবে না, বরং কমানোর ইঙ্গিত পাওয়া গেছে।

একই সঙ্গে চলমান জাতীয় ক্রিকেট লিগে খেলোয়াড়দের ম্যাচ ফি এবং অন্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেয়া হলেও সেগুলোর কিছুই বাস্তবায়ন করা হয়নি। এবার বিপিএল এবং এনসিএলে নিজেদের পারিশ্রমিক নিয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠছে ক্রিকেটাররা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকেই বিসিবিতে এসে জমায়েত হবেন জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে এনসিএলে খেলা এবং আগামী বিপিএলে খেলবেন- এমন সম্ভাব্য ক্রিকেটাররা যোগ দিচ্ছেন এই প্রদিতবাদে।

শুরুতে মিরপুর স্টেডিয়ামে এসে ক্রিকেটাররা বিসিবির কাছে নিজেদের প্রতিবাদের কথা জানাবে। এরপর তারা মুখোমুখি হবে মিডিয়ার। সেখানেই নিজেদের আন্দোলনের কারণগুলো তুলে ধরবেন। জানা গেছে, সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দিচ্ছেন এই প্রতিবাদে। মাশরাফি বিন মর্তুজাও যোগ দিতে পারেন বলে জানা গেছে। তবে, তিনি আজ ক্রিকেটারদের জমায়েতে অংশ নেবেন কি না- এখনও নিশ্চিত নয়।

প্রজন্মনিউজ২৪/মামুন

এ সম্পর্কিত খবর

ফরিদপুরে মন্দিরে আগুন, এলাকাবাসীর পিটুনিতে নিহত ২

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সিন্ডিকেটের মাধ্যমে টিনের দাম বৃদ্ধিতে

ভুয়া বিবৃতির জেরে নতুন দ্বন্দ্বে শাহিন আফ্রিদি ও পিসিবি

রায়পুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাচ্ছেন বিরোধী প্রার্থী ফায়ে

মোলভীবাজারে আকাশচুম্বি লেবুর দাম

মহাখালীতে অনুমোদনহীন নির্মাণাধীন পাঁচটি ভবন ভেঙেছে রাজউক

ইফতার মাহফিলে নিষেধাজ্ঞার প্রতিবাদে আই আই ইউ সিতে বিক্ষোভ মিছিল

সিলেটে ইউপি চেয়ারম্যান ও দুই পার্টনারের বিরুদ্ধে টাকা আত্মসাত

ইউরোপিয় ইউনিয়ন জানত আমিই নির্বাচনে জিতব:প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ