আরবাইনে ইরাকের দূর্নীতি বিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০১৯ ০১:১১:২২ || পরিবর্তিত: ২০ অক্টোবর, ২০১৯ ০১:১১:২২

আরবাইনে ইরাকের দূর্নীতি বিরোধী বিক্ষোভ

আর এম আতা রাব্বিঃ একজন শিয়া আলেম মুকতাদা আল-সদরের আহ্বানে কারবালায় "আরবাইন" অনুষ্ঠানে হাজার হাজার মানুষ, ইরাকের দুর্নীতির বিরুদ্ধে কাফন স্লোগান পরিবেশন করেছিল। মোকতদা আল-সদরের নেতৃত্বে ইরাক সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেন।

বিক্ষোভকারীরা "দূর্নীতি নয়" "সংশোধন চাই" স্লোগানে মুখরিত ছিলো। প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির পদত্যাগের আহ্বান জানিয়েছেন মোকতদা-আল-সদর।
গত সপ্তাহে বাগদাদ এবং দক্ষিণ ইরাকের শিয়া শহরগুলিতে রাস্তায় নেমে আসে, প্রতিবাদকারীরা সরকারী বিভাগগুলিতে দুর্নীতি সহ, গ্যাস ও বিদ্যুৎ এবং বেকারত্বের প্রতিবাদ করেছেন।

রয়টার্স বার্তা সংস্থা ইরাকি সুরক্ষা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরাকি সমর্থিত জঙ্গিরা সাম্প্রতিক ইরাকি বিক্ষোভ চলাকালীন ইরাকি বিক্ষোভকারীদের  মৃত্যুর সাথে জড়িত ছিল। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাশেদ আল-শাবাই এই সংবাদকে অস্বীকার করেছেন।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ