বশেমুরবিপ্রবিতে শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০১৯ ০৪:৪৪:৫১

বশেমুরবিপ্রবিতে শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন

 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ব কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর ৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান (টিটো) এর সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান এর উপস্থিতিতে হল চত্ত্বরে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, "জাতির পিতার কনিষ্ঠপুত্রের নামাঙ্কিত এই শেখ রাসেল হলের সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের সহযোগীতায় আজকের এই আয়োজন হয়েছে।

এছাড়া তিনি আরো জানান , ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করেন"।

উল্লেখ্য,শহীদ শেখ রাসেল ১৮ অক্টোবর ১৯৬৪ সালে জাতির পিতার সর্বকনিষ্ঠ পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন এবং ১৫ আগস্ট ১৯৭৫ সালে পরিবারের অন্য সদস্যদের সাথে ঘাতকের গুলিতে নির্মমভাবে মৃত্যুবরন করেন।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ