পিরোজপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০১৯ ০৭:০৩:০১ || পরিবর্তিত: ১৭ অক্টোবর, ২০১৯ ০৭:০৩:০১

পিরোজপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ “আসুন সম্পদ রক্ষায় সম্মিলিত ভাবে ইদুঁর নিধন করি”এই প্রতিপাদ্যকে সামনেনিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৯ উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ইন্দুরকানী কর্তৃক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১০ ই অক্টোবর থেকে মাস ব্যাপি অনুষ্ঠানের অংশ হিসেবে বৃহষ্পতিবার সকালে র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন্দুরকানী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব হোসাইন মোহাম্মদ আল- মুজাহিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব এড. এম. মতিউর রহমান,

স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব হুমায়রা সিদ্দিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জনাব মোঃ আসাদুজ্জামান। এছাড়াও উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসার, উপজেলার অন্যান্য দপ্তরের অফিসার, কৃষক,কৃষাণী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় ইঁদুর নিধন অভিযানের উদ্দেশ্য, ইঁদুর কর্তৃক কৃত ক্ষয়ক্ষতি, নিধনের উপায় নিয়ে বক্তারা আলোচনা করেন। একই সাথে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ