তদবির নয়, মেধার ভিত্তিতে সরকারি চাকরি হয়

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০১৯ ০৩:৪৮:২৩ || পরিবর্তিত: ১৮ অক্টোবর, ২০১৯ ০৩:৪৮:২৩

তদবির নয়, মেধার ভিত্তিতে সরকারি চাকরি হয়

সরকারি চাকরিতে এখন আর  তদবিরের প্রয়োজন হয় না৷ মেধার ভিত্তিতে নিজ গুনে সরকারি চাকরি হয় বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মেজবাহ্ উদ্দিন আহম্মেদ৷  

আজ দুপুর ৩ টায় ঢাকা কলেজের নতুন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ স্থানান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন ৷  আরো বলেন, আমি নিজেও বিভিন্ন চাকরির ভাইভা বোর্ডে থাকি যারা প্রকৃত মেধাবী তাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নেই৷

এ সময় শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান তিনি৷ অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ, উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইঈনুল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর এস. এম. আমিরুল ইসলাম সহ  বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,  শিক্ষক-শিক্ষিকা ও  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷

এর আগে কেক ও ফিতা কেটে অনুষ্ঠানের  উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ৷ পরে বিভাগ ও ক্যাম্পাসের সার্বিক মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷

প্রজন্মনিউজ২৪ / দেলাওয়ার হোসাইন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ