বাতিল সে বিতর্কিত ‘বাউন্ডারি’ নিয়ম

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০১৯ ১২:০৭:১০

বাতিল সে বিতর্কিত ‘বাউন্ডারি’ নিয়ম

সম্প্রতি শেষ হওয়া ১২তম ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নির্ধারিত ৫০ ওভার ও সুপার ওভার টাই হবার পরও ম্যাচে বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে এগিয়ে থাকার সুবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ইংল্যান্ড। এতে বিতর্কিত হয় বিশ্বকাপ ফাইনালটি।

তাই ‘ম্যাচে বাউন্ডারি-ওভার বাউন্ডারি বেশি থাকলেই জয়ী হবে দল’- এমন নিয়ম বাদ-ই দিয়ে দিল ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অর্থাৎ, সুপার ওভার টাই হবার পরও কোন দল ম্যাচে বেশি বাউন্ডারি-ওভার বাউন্ডারি থাকলেই ঐ দলকে জয়ী করা হবে না।

এক্ষেত্রে আইসিসি নতুন নিয়ম হচ্ছে, আইসিসির কোন টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে সুপার-ওভার টাই হলে আবারো সুপার ওভারে খেলা হবে। সেখানেও টাই হলে, আবারও হবে সুপার ওভার। এভাবে যদি প্রতি সুপার ওভারে টাই হয়, তবে সুপার ওভার চলতেই থাকবে। শেষ পর্যন্ত সুপার ওভারে যে দল জিততে পারবে তারাই ম্যাচে জয়ী হবে।

সোমবার দুবাইয়ে আইসিসির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশ মেনে সুপার ওভার রেখে দেওয়া হচ্ছে। তবে সুপার ওভারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আইসিসির কোন টুর্নামেন্টে গ্রুপ পর্বে কোনো ম্যাচ টাই হলে পয়েন্ট ভাগাভাগি করবে দলগুলো। তবে সেমিফাইনাল বা ফাইনালে সুপার ওভার টাই হলে আবার সুপার ওভার হবে। এভাবে চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত ম্যাচটির ফল নির্ধারিত হয়।’

উল্লেখ্য, লর্ডস-এ গত ১৪ জুলাই বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৪১ রান করে ম্যাচ টাই করে ইংলিশরা। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সেখানে প্রথমে ব্যাট করে বিনা উইকেটে ১৫ রান করে ইংল্যান্ড।

জবাবে ১ উইকেটে ১৫ রান করে নিউজিল্যান্ড। ফলে সুপার ওভারও টাই হয়। কিন্তু বিশ্বকাপে আইসিসির নিয়ম অনুসারে ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারি-ওভার বাউন্ডারি থাকাতেই জয়ী হয় ইংল্যান্ড। যা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত এই বিতর্কিত নিয়ম বাদ দিয়ে নতুন পথ বের করলো আইসিসি।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

এ সম্পর্কিত খবর

অনুমতি ব্যতীত টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

গুচ্ছ গ্রামের এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ

সিলেটে পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ঢাবির ২৩-২৪ সেশনে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

পেট থেকে জীবন্ত মাছ বের করার অভিজ্ঞতা বর্ণনা করলেন সেই ডাক্তার

নোয়াখালীতে ১২ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি

ড.ইউনুসকে নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য মানহানিকর : আইনজীবী

বাংলা কলেজের ছাত্র না হয়েও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ