সুন্দরবনের 'বন্ধুকযুদ্বে' চার বনদস্যু নিহত

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০১৯ ০৩:০২:২১

সুন্দরবনের 'বন্ধুকযুদ্বে' চার বনদস্যু নিহত

খুলনা জেলা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনী প্রধান আমিনুলসহ চারজন নিহত হয়েছেন। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার শিপসা নদের কয়রা খালে দফায় দফায় বনদস্যুদের সঙ্গে গোলাগুলি এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ মোহম্মদ নুরুস সালেহীন ইউসুফ।

নিহতদের মধ্যে আমিনুর বাহিনীর প্রধান আমিনুর এবং তার প্রধান সহযোগী রফিক রয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। তাৎক্ষনিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। র‌্যাব-৬ অধিনায়ক বলেন, আমিনুর ও তার সহযোগীদের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল সোমবার রাত ২টার দিকে ওই এলাকায় অভিযানে যায়। দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। সকাল পর্যন্ত থেমে থেমে গুলিবিনিময় চলে। দিনের আলো ফুটলে দস্যুরা সরে যায়।

তখন সেখানে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মো. তোফাজ্জেল হোসেন জানান, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় জেলেরা ওই চারজনের মধ্যে আমিনুর ও রফিককে সনাক্ত করেন। তিনি বলেন, ঘট্নাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে। দুই র‌্যাব সদস্যও এই অভিযানে আহত হয়েছেন।

প্রজন্মনিউজ২৪/খাইরুল বাশার/মামুন 

এ সম্পর্কিত খবর

দেশটা এখন আওয়ামী মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

ফরিদপুরে মন্দিরে আগুন, এলাকাবাসীর পিটুনিতে নিহত ২

ঈদের আমেজ কাটেনি বাজারে, ফাঁকা ঢাকাতেও দাপট গরু-খাসির

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

আইপিএল জুয়াড়ি সন্দেহে চারজন গ্রেফতার

গাজা: বিমান হামলায় বেঁচে যাওয়া বালকের প্রাণ গেল সাহায্য নিতে গিয়ে

তুরস্কে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী

কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ