প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০১৯ ০২:০১:৪৮
সাময়িক বরখাস্তকৃত তৎকালীন ওষুধ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম ও আলতাফ হোসেনের ওষুধ প্রশাসনে চাকরির ওপর নিষেধাজ্ঞার আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় বরখাস্ত ছিলেন তারা।
আজ রোববার (১৩ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এর আগে, গত ২৮ জুলাই অদক্ষতা ও অযোগ্যতার কারণে সাময়িক বরখাস্তকৃত তৎকালীন ওষুধ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম ও আলতাফ হোসেনের ফের ওষুধ প্রশাসনে চাকরির ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। তবে স্বাস্থ্য সচিব ও ওষুধ অধিদফরের মহাপরিচালক যদি তাদের অন্য কোন দফতরে পদায়ন করার প্রয়োজন মনে করেন তবে তা করতে পারবেন বলে আদেশে বলা হয়। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়।
রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সাময়িক বরখাস্তের পর চলতি বছরের ৩১ মার্চ তাদেরকে ‘তিরস্কার’ লঘুদণ্ড দিয়ে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেন। এরপর তারা ওষুধ প্রশাসন অধিদফতরে চাকরি শুরু করেন। এই প্রত্যাহার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
পরে মনজিল মোরসেদ জানান, ২০০৯ সালে রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে সারাদেশে অনেক শিশু মারা যায়। এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়।
প্রজন্মনিউজ২৪/রেজাউল
নির্বাচনে হার দলীয় প্রধানের পদ ছাড়ছেন করবিন
দিনাজপুর সরকারি কলেজে ‘রজত জয়ন্তী’ উদযাপন
এবার ভারতকে যুক্তরাষ্ট্রের বার্তা
বীরগঞ্জে একসঙ্গে ২০ জোড়া এতিম যুবক-যুবতীর বিয়ে
উত্তরপূর্ব ভারতে বিক্ষোভ চলছেই আসামে নিহত ৫
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত থাকবে: ব্রিটিশ হাই কমিশনার