স্বাগতিক শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০১৯ ০৬:৩০:১০

স্বাগতিক শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

প্রথম ম্যাচে বড় হার। পরের ম্যাচে শ্বাসরুদ্ধকর ১ উইকেটের জয়। এবার আর তেমন হলো না। দাপট দেখিয়েই জিতলো বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কা ‌‘এ’ দলকে তাদেরই মাটিতে খাওয়ালো নাকানি চুবানি। সিরিজের অনানুষ্ঠানিক তৃতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে স্বাগতিকদের ৯৮ রানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজটাও ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩২২ রানের পাহাড়সমান পুঁজি গড়ে বাংলাদেশের যুবারা। দুই ওপেনার সাইফ হাসান আর মোহাম্মদ নাইমের ১২০ রানের ওপেনিং জুটিতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় সফরকারিরা। নাইম ৬৬ রানে ফেরেন দুর্ভাগ্যজনক আউটে। অবস্ট্রাকটিং দ্য ফিল্ড (ফিল্ডিংয়ে বাধা দেয়া) আউট হন এই ওপেনার। তবে সঙ্গী সাইফ হাসান সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ১১০ বলে ১২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১১৭ রানের ঝড়ো এক ইনিংস খেলেন সাইফ।

মোহাম্মদ মিঠুন করেন ৩২ রান। জবাব দিতে নেমে ২৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা ‘এ’ দল। কামিন্ডু মেন্ডিস ৫৫ আর প্রিয়ঞ্জন ৩৪ রান করলেও দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। ১২৯ রানের মধ্যে তাদের ৬ উইকেট তুলে নেন বাংলাদেশি বোলাররা। এর সঙ্গে আর ১ রান যোগ হতেই আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।

ততক্ষণে পরাজয় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে লঙ্কানদের। পরে খেলা আর শুরু করা না গেলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ ‘এ’ দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন এবাদত হোসেন আর সাইফ হাসান।

প্রজন্মনিউজ২৪/মামুন

এ সম্পর্কিত খবর

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি: কাদের

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

টেকনাফে ১০ কৃষক অপহরণের ঘটনায় আসামি দেলু ডাকাত আটক।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ