পূজামণ্ডপ পরিদর্শনে ময়লা পরিষ্কার করলেন মেয়র আতিক

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০১৯ ১২:২৫:১৪ || পরিবর্তিত: ০৬ অক্টোবর, ২০১৯ ১২:২৫:১৪

পূজামণ্ডপ পরিদর্শনে ময়লা পরিষ্কার করলেন মেয়র আতিক

পূজামণ্ডপে যখন সবাই ব্যস্ত। তখন হঠাৎ নজরে পড়ল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম পূজামণ্ডপের বাহিরে পড়ে থাকা ময়লা পরিষ্কার করছেন।

এটি কোনো নির্ধারিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি নয়। মুখে ছিল না মাস্ক, ছিল না হাতে গ্লাভস। এসেছিলেন পূজা মণ্ডপ পরিদর্শনে আর সেখানে এসেই এক ধরনের প্রতীকী কর্মসূচি চালালেন তিনি।

শনিবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সর্বজনীন দুর্গা পূজা পরিদর্শনে যান। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করতে তিনি যাচ্ছেন বিভিন্ন পূজামণ্ডপে।

বসুন্ধরা আবাসিক এলাকার দুর্গাপূজায় গিয়ে তিনি সেখানে থাকা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখান নিজের উদ্যোগেই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চালান।

এ সময় তিনি বলেন, 'আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সুন্দর ঢাকা গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। নগরের সার্বিক উন্নয়নে আমি জনগণের সহযোগী হিসেবে পাশে থাকতে চাই।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশে সকল ধর্মের অনুসারীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে তা বজায় থাকবে এবং আমরা সবাই মিলে গড়ে তুলব জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ যে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।'

মেয়রের এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে উপস্থিত সবার। বসুন্ধরা সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীবাস রয় অপু এ সময় মেয়রকে পাশে রেখে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে পূজা প্রাঙ্গণ পরিষ্কার রাখতে অঙ্গীকার করার কথা বলেন এবং উপস্থিত দর্শনার্থীরা হাত তুলে তাতে সাড়া দিয়ে অঙ্গীকার করেন।

পরে শ্রীবাস রয় অপু বলেন, 'পূজামণ্ডপে গিয়ে গিয়ে মেয়র মহোদয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চালাচ্ছেন তা প্রশংসা যোগ্য। আমরা যদি নিজেদের চারপাশ নিজেরাই পরিষ্কার রাখতে পারি তবে বিশ্বের বুকে এই ঢাকা শহর পরিচিত হয়ে উঠবে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে। আর তা আমাদের সবার সচেতনতা বাড়ানো খুবই জরুরি। মেয়র মহোদয়ের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই।'

প্রজন্মনিউজ২৪/তারেক আজিজ

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ