এবার দেখা যাবে পর্দায় ‘ক্যাসিনো’ কেলেঙ্কারি

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০১৯ ১১:৫৮:০৯ || পরিবর্তিত: ০৬ অক্টোবর, ২০১৯ ১১:৫৮:০৯

এবার দেখা যাবে পর্দায় ‘ক্যাসিনো’ কেলেঙ্কারি

দেশজুড়ে ক্যাসিনো বিরোধী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। চলমান এই ‘ক্যাসিনো কেলেঙ্কারি’ নিয়ে এবার নাটক নির্মাণ করলেন অঞ্জন আইচ। গল্প, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন বিষয় নিয়ে নাটক নির্মাণ করেছেন বলে জানান এই নির্মাতা।

অঞ্জন আইচ বলেন, ‘ভিনদেশী এই খেলা আমাদের সামাজিক প্রেক্ষাপটে কতটা ভয়ংকর ও খারাপ হতে পারে তাই নাটকটিতে তুলে ধরার চেষ্টা করেছি।’

‘ক্যাসিনো’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, মনোজ প্রামাণিক, সূচনা আজাদ, নাদিয়া মিম, টুটুল চৌধুরী, ওয়াহিদ ইকবাল মার্শাল, মাহবুব শাহীন প্রমুখ।

নির্মাতা জানান, খুব শিগগিরই ‘ক্যাসিনো’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। এরপর এটি মুক্তি দেওয়া হবে অনলাইন প্লাটফর্মে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ