টেস্টে প্রথমবারের মতো ম্যাকেঞ্জিকে পাশে পাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০১৯ ১১:০০:৫৩ || পরিবর্তিত: ০৬ অক্টোবর, ২০১৯ ১১:০০:৫৩

টেস্টে প্রথমবারের মতো ম্যাকেঞ্জিকে পাশে পাচ্ছে বাংলাদেশ

ওয়ানডে, টি-২০র মতো টেস্টেও ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিকে দলের সঙ্গে চান ব্যাটসম্যানরা। প্রোটিয়া এই কোচের অধীনে ব্যাটিং নিয়ে কাজ করে সন্তুষ্ট দলের বেশির ভাগ ব্যাটসম্যান। বিসিবিও চাইছে সীমিত ওভারের দুই ফরম্যাটের সঙ্গে টেস্টে ব্যাটিং কোচ হিসেবে ম্যাকেঞ্জিকে কাজে লাগাতে। গত মাসে হোম সিরিজের সময় ম্যাকেঞ্জির সঙ্গে বিষয়টি আলোচনা করেছিল বিসিবি।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টও টেস্টে ম্যাকেঞ্জিকে দলের পাশে চেয়েছেন। প্রাথমিক আলাপে সায় দিলেও টেস্টের জন্য বিসিবির সঙ্গে চুক্তি করেননি ম্যাকেঞ্জি। এখন অব্দি ওয়ানডে, টি-২০তেই বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। তবে আসন্ন ভারত সফরের প্রথম টেস্টে বাংলাদেশ শিবিরে দেখা যাবে সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যানকে। ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দলের সঙ্গে থাকতে রাজি হয়েছেন তিনি।

গতকাল এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তবে বিসিবি চেষ্টা করে যাচ্ছে ভারত সফরে দুই টেস্টেই ম্যাকেঞ্জিকে ড্রেসিংরুমে পেতে। এদিকে ভারত সফরের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরুর আগেই বাংলাদেশে আসবেন টাইগারদের নতুন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

ম্যাকেঞ্জি টেস্টেও দলের সঙ্গে থাকতে সম্মত হয়েছেন জানিয়ে গতকাল আকরাম খান সাংবাদিকদের বলেছেন, ‘ম্যাকেঞ্জি টেস্ট সিরিজের আগেই আসবে। প্রথম টেস্টেই থাকবে। আমরা যেটি আলাপ-আলোচনা করছি যে একই কোচ যদি লাল এবং সাদা বল দুই দলের জন্য থাকে সেটা দলের জন্য ভালো। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে আপাতত প্রথম টেস্টে থাকবে, তবে দ্বিতীয় টেস্টে বলা যাচ্ছে না। আমরা এটি নিয়ে আলোচনা করব।’

টেস্টের জন্যও ম্যাকেঞ্জির সঙ্গে চুক্তির চেষ্টা চালাচ্ছে বিসিবি। মিরপুর স্টেডিয়ামে গতকাল আকরাম খান বলেছেন, ‘ওর সঙ্গে চুক্তি শুধু টি-২০ এবং ওয়ানডেতে, টেস্টে ওর সঙ্গে চুক্তি নেই আমাদের। তবে আমরা চেষ্টা করছি। এখনো ফাইনাল হয়নি।’

২০১৮ সালে ম্যাকেঞ্জিকে ব্যাটিং কোচ হিসেবে পাওয়ার পর থেকেই সাদা পোশাকের জন্য আলাদা ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি। কিন্তু গত দেড় বছরে টেস্টের আলাদা ব্যাটিং কোচ নিয়োগ সম্ভব হয়নি। আকরাম খান বলেছেন, ‘টেস্টে ব্যাটিং কোচ নিয়োগে তো অবশ্যই গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আসলে ভালো কোচকে নিয়েই কাজ করার চেষ্টা করছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমরা তো একটা সময় কোনো কোচই পাচ্ছিলাম না। এটার জন্য একটু সময় লাগবে। আর টেস্টের জন্য আমরা অনেক জায়গায় চেষ্টা করছি। সেটাও করে ফেলব।’

 তবে এখন বিসিবির পছন্দ ম্যাকেঞ্জিই। লাল বলেও তামিম-মাহমুদউল্লাহদের পাশে এই প্রোটিয়া কোচের উপস্থিতি দেখতে চায় বিসিবি। তিন ফরম্যাটেই ম্যাকেঞ্জিকে রাখার বিষয়ে আকরাম খান বলেছেন, ‘সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি যে ম্যাকেঞ্জি যদি তিন ফরম্যাটে থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। সে দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটের কোচ ছিল। তবে যেহেতু তার পরিবারকে সময় দেওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছে তাই এটি নিয়ে আমরা আলাপ করছি।’

আগামী ৩ নভেম্বর প্রথম টি-২০ দিয়ে ভারত সফরে বাংলাদেশের মিশন শুরু হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী ভারত সফরের আগেই টাইগারদের সঙ্গে যোগ দিবেন স্পিন কোচ ভেট্টোরি। গতকাল আকরাম খান বলেছেন, ‘আমাদের অনুশীলন শুরু হবে ২৫ তারিখ থেকে। তার আগেই সে দেশে আসছে। সে এই সফর থেকে থাকবে।’

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ