“নদীর খনন কাজ উদ্বোধন করলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর”

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০১৯ ১০:৩৫:১০

“নদীর খনন কাজ উদ্বোধন করলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর”

মোঃ ফরহাদ হোসাইন নীলফামারী :: ৬৪ জেলার ছোট নদী, খাল,  জলাশয় পূর্ণঃখনন  প্রকল্পের আওতায় নীলফামারী জেলার লক্ষীচাপ ইউনিয়নের দেওনাই চাড়ালকাট নদীর খনন কাজ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ওই নদীর খনন কাজ উদ্বোধন করের সংসদ সদস্য জনাব, আসাদুজ্জামান নূর।

 নদী খনন প্রকল্প:-

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেল্টা প্লান_২১০০বাস্তবায়নের লক্ষে ২৪৮ কোটি টাকা ব্যয়ে ৬৪ জেলা ৩৭৫ উপজেলা ২ টি সিটি করপোরেশন নভেম্বর ২০১৮ হতে ডিসেম্বর ২০২০ পর্যন্ত ১ম পর্যায়ে নদী খনন প্রকল্পের অংশ হিসাবে লক্ষীচাপ বুসুনিয়া ডাঙ্গা নামক স্থানে বৃহস্পতিবার সকালে  দেওনাই চারালকাটা উদ্বোধন করেন।

স্থানীয়রা যানায়, নদীটির খনন কাজ করলে আমাদের কৃষি কাজে অনেক সুবিধা হবে এবং নদীতে পানি থাকলে নানান ধরনের সুস্বাদ দেশীয় মাছ পাওয়া যাবে। নদী খনন কাজে আমরা দুই পাড়ের লোক খুবুই  খুশি।

নীলফামারী জেলার উপর দিয়ে তিস্তা, বুড়িতিস্তা, ইছামতি, যমুনেশ্বরী, ধুম, কুমলাই, চাড়ালকাটা, সর্বমঙ্গলা, সালকী, চিকলি, দেওনাই সহ অনকে নদ-নদী প্রবাহিত হয়েছে। ও গুলির মধ্যে প্রধান নদীগুলো উৎপন্ন হয়েছে হিমালয় এবং আসামের পার্বত্য এলাকা থেকে। প্রধান নদীর শাখা নদীগুলো জালের মতো বিছিয়ে আছে নীলফামারীর বুকে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ