সরকারের পায়ের নিচে মাটি নাই : খন্দকার মাহবুব

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০১৯ ০৩:৩৮:৫০

সরকারের পায়ের নিচে মাটি নাই : খন্দকার মাহবুব

বর্তমান সরকার দোদুল্যমান অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘সরকারের পায়ের নিচে মাটি নাই। তারা দোদুল্যমান অবস্থায় আছে। যেকোনো মুহূর্তে ধাক্কা দিলেই তাদের পতন হবে’।

 

আজ শুক্রবার খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন খন্দকার মাহবুব।বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরো বলেন, ‘এই সরকার অবৈধ। আপনার (প্রধানমন্ত্রী) উচিত নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দেওয়া। নয়তোবা আপনার পতন কিন্তু আসন্ন। আপনার পায়ের নিচে মাটি নাই, আশেপাশে কেউ নাই। ‘

 

খন্দকার মাহবুব বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে অপরাধীদের তালিকা আছে।’’’’’ তালিকা রেখে লাভ নাই। আমরা দেখতে চাই কারা সেই অপরাধী। তাদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় নিয়ে আসুন। ’

 

বিচার বিভাগ নিয়ে তিনি বলেন, ‘হাইকোর্ট নিয়ে খেলতে যাবেন না, বিচার বিভাগকে নিয়ে খেলতে যাবেন না। বিচারকরাও আপনার খেলার সঙ্গী হবে না। যদি হয় তাহলে দেশে অস্থির অবস্থার সৃষ্টি হবে। কিন্তু এটা আমরা চাই না। ’

 

কোনোদিন করুণা ভিক্ষা চাইবেন না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আল্লাহর নামে শপথ নিয়ে বলছি, আর কোনোদিন করুণা ভিক্ষা করব না। হাইকোর্টের বিচার যদি থাকে, সংবিধান অনুযায়ী বিচার যদি করতে পারে, তাহলে হাইকোর্টের অস্তিত্ব থাকবে। নতুবা অস্তিত্ব থাকবে না। ’

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ও নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সহসভাপতি জনতার রফিক প্রমুখ।

প্রজন্মনিউজ২৪/শাহরিয়ার জাহিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ