সেলিমের রিমান্ডের শুনানি আজ

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০১৯ ১০:৩৯:০১

সেলিমের রিমান্ডের শুনানি আজ

বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত সেলিম প্রধানের সাত দিনের রিমান্ডের শুনানি শুরু হবে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখার পুলিশ কনস্টেবল ময়েজ আহমেদ এ তথ্য জানান। বুধবার (২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম পরিদর্শক (অপারেশন) মাদক আইনে সেলিম প্রধানের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এরপরই শুনানির জন্য দিন ধার্য করেন মেট্রোপলিটন আদালতের বিচারক। এর আগে, গতকাল মঙ্গলবার বাড়িতে দুটি হরিণের চামড়া রাখার অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমন তথ্য পেয়ে তাকে বিমানবন্দর থেকে আটক করে র‌্যাব। এর পরেই ১৭ ঘণ্টার বেশি সময় ধরে চলা অভিযানে তার গুলশান এবং বনানীর বাসা ও কার্যালয় থেকে ২৯ লাখের বেশি নগদ টাকা, চেক, ২৩ টি দেশের মুদ্রা ও ১৩ ব্যাংকের ৩২ টি চেক উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ভিন্ন তিনটি আইনে সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে আইন শৃঙ্খলা বাহিনী।

প্রজন্মনিউজ২৪/তারেক আজিজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ