উপাচার্যের পদত্যাগ করায় উল্লাসে বশেমুরবিপ্রবির শিক্ষার্থী'রা

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০১৯ ১২:১২:১০ || পরিবর্তিত: ০১ অক্টোবর, ২০১৯ ১২:১২:১০

উপাচার্যের পদত্যাগ করায় উল্লাসে বশেমুরবিপ্রবির শিক্ষার্থী'রা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ পত্র জমা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পরে তা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করা হয়। মন্ত্রণালয়ের একাধিক সূত্রে, বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, "গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির প্রতিবেদন আমরা পেয়েছি।"

এর আগে উপাচার্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে বশেমুরবিপ্রবি উপাচার্যের অপসারণের সুপারিশ করে তদন্ত প্রতিবেদন দেয় ইউজিসি। এরপর আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনকে। সেখানে তিনি পদত্যাগ পত্র জমা দেন।

রবিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশই পুলিশের পাহারায় ক্যাম্পাস ছেড়ে গোপালগঞ্জ শহরের বাসায় উঠেন উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। আজ দুপুর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান করছিলেন বলে জানান তিনি।

তথ্যমতে, বশেমুরবিপ্রবি উপাচার্যকে প্রত্যাহারের সুপারিশ করে রবিবার ইউজিসি তদন্তের প্রতিবেদন জমা দেয় শিক্ষা মন্ত্রণালয়ে। ১১ পৃষ্টার প্রতিবেদনে উপাচার্যকে প্রত্যাহার করা ছাড়াও তার বিরুদ্ধে উঠা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এছাড়া কমিটি উপাচার্যের অনিয়ম, অদক্ষতা, দায়িত্বহীনতা ও অদূরদর্শিতা দেখতে পেয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর থেকে স্বৈরাচারী আচরণ ও দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি করে আন্দোলন করছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা। আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২৪ সেপ্টেম্বর ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।

প্রসঙ্গত, জাতির জনকের নামে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কাযর্ক্রম শুরু করে ২০১১ সালে। এখন ৩৪টি বিষয়ে মোট শিক্ষার্থী ১২ হাজারের মতো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খোন্দকার নাসিরউদ্দিন ২০১৫ সালে দ্বিতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় চলতি বছর দ্বিতীয় মেয়াদেও উপাচার্যের দায়িত্ব পেতে তাঁর বেগ পেতে হয়নি

অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে,

১) এই বিশ্ববিদ্যালয়টিতে ‌‘বিশেষ কোটা’(১ শতাংশ) নামে এক ধরনের ভর্তি কোটা চালু করেছেন উপাচার্য।

২) আর্থিক অনিয়মের অভিযোগ: শিক্ষার্থীদের টাকায় দুর্যোগ ও ত্রাণকল্যাণ তহবিল রয়েছে।  ভর্তি ফরমের আয় থেকে ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন আছে।

৩) একটি শহীদ মিনার করা কথা থাকলেও এখনো কাঠের শহীদ মিনারই রয়েছে।

৪)) বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরাল করার কথায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ের হিসাবে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইউজিসির পরিচালক ফেরদৌস জামান বলেন, কাজ শেষ না করে টাকা ব্যয়ের হিসাবে দেখানোর নিয়ম নেই।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনায় শোকজ: খেলার মাঠে শিক্ষার্থীদের কথা–কাটাকাটির বিষয়ে গনিত ও ফার্মেসি বিভাগের ছাত্রকে শোকজ করা হয়েছে। এবং তাতেও আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছিল।

এ ছাড়া আট শিক্ষার্থীকে বহিষ্কার করে পরে আবার প্রত্যাহার করা হয়। সর্বশেষ আইন বিভাগের ছাত্রী ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কারের পর শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। আন্দোলনের মুখে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। শিক্ষার্থীরা ১১ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। এছাড়া উপাচার্যের বিরুদ্ধে ক্যাম্পাসে জুতা মিছিল, ঝাড়ুমিছিল কুশপুত্তলিকা দাহ  করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

এ সম্পর্কিত খবর

অনুমতি ব্যতীত টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

পবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে

সিংড়ায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে কৃষকের সংবাদ সম্মেলন

“জয় বাংলা” না বলায় অধ্যক্ষের কক্ষে তালা দিলো ছাত্রলীগ

ইফতার পার্টি না করে সাধারণ মানুষের পাশে দাঁড়ান : প্রধানমন্ত্রী

আ.লীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী

শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ কেন্দ্র করে উত্তপ্ত বিএসএমএমইউ

সড়কে খোঁড়াখুঁড়ি, ভোগান্তি

খোলা পরিবেশে বন্ধুদের সঙ্গে ইফতারের ভিন্ন আমেজ

ভিসি শিরিণ আখতারের নেতৃত্বে চবিতে নিয়োগের হাট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ