বৃষ্টিভেজা দিনে আইআইইউসির অপরুপ ক্যাম্পাস

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০১:১৫:৪১

বৃষ্টিভেজা দিনে আইআইইউসির অপরুপ ক্যাম্পাস

মো. আরিফুল ইসলাম,আইআইইউসি:

এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়-
এমন মেঘস্বরে বাদল ঝরঝরে
তপনহীন ঘন তমসায়।।
            ---রবিন্দ্রনাথ ঠাকুর।
চট্রগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির  মধ্যে অন্যতম সুন্দর একটি ক্যাম্পাস। ষড়ঝতুর নানা সময়ে চির যৌবনা এ ক্যাম্পাস ধারণ করে তার নানান রুপে।

প্রকৃতি যেন তার সমস্ত যৌবন মিলে ধরে এই বৃষ্টির দিনে। শিক্ষার্থীদের কাছে বর্ষা ঝতু অন্য রকমের শোভা নিয়ে আবির্ভূত হয়। ইচ্ছে করে বৃষ্টির প্রতিটি ফোটার মাঝে নিজেকে বিলিয়ে দিতে।

সবুজের সমারোহে পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। আর বর্ষাকালে এর সৌন্দর্য বাড়িয়ে তোলে বহুগুণে, ক্যাম্পাস ধারণ করে এক অন্য রকম রুপে।

কথায় আছে যখন এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হয় তখনই নাকি সীতাকুণ্ডের পাহাড়ঘেরা অপরূপ সৌন্দর্য্যের এই ক্যাম্পাসকে অারো বেশি অপরূপ করতে বৃষ্টি অঝোর ধারায় ঝড়ে পড়ে! মনে হয় যেন পাহাড়ের গায়ে কোনো রূপকথার গল্পের অপরূপার চুলের রেশমি পরশ ছড়িয়ে পড়ছে।

বৃস্টির দিনে মেয়েদের ক্যাম্পাসের অবস্থা থাকে অন্যরকম। ইকোনমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্রী "নিব" বলেন-
সারাদিন এর কর্মব্যস্ত নগরীর কোলাহলে হয়তো ভালো করে দেখাও হয় না বৃষ্টির ছন্দপতন।সবাই ছুটছি আর ছুটছি।
সেই কর্মব্যস্ততার ভিড়েই হয়তো এক চিলতে অবসর মনে বাসা বাঁধে।ক্যাম্পাসের দৌড়াদৌড়ি তে হুট করে নামলো বৃষ্টি! সাবমিট করতে হবে এসাইনমেন্ট কিন্তু তখনই যেন মনের অবসর এর পোকা টা শক্ত মত চেপে বসলো,ভুলেই গেলাম কাঁধে ব্যাগ,হাতে ফাইল।বৃষ্টির সেই অপরূপ সৌন্দর্য্যের কাছে নিজেকে মেলে ধরলাম!দু'হাত প্রসারিত করে ছুটে গেলাম অডিটোরিয়াম এর সামনে সূর্যসেন চত্বরে!
অঝোর ধারায় বৃষ্টি!!!
মাঝে আমি আর চারপাশে ফুলের সমারোহ!! নিজেকে একমুহূর্তের জন্য মনে হলো যেন ফুলের মৌমাছি আমি!!বৃষ্টির দিনেও মধু আহরণে ব্যস্ত।
হয়তো সেদিন এর জন্য বকা খেয়েছি খুবই কড়া কথা শুনেছি একজন ক্লাস রিপ্রেজেনটেটিভ এর এমন দস্যিপনা কিন্তু সেদিন মনের মধ্যে আনন্দের যে ঢেউটা বইয়ে দিতে পেরেছি তার কাছে হয়তো সবকিছু নেহাৎ নগণ্যই বটে। আমার মতে বৃষ্টির দিনে সবচাইতে সুন্দর হলো আমার ক্যাম্পাস। বৃষ্টির দিনে ক্যাম্পাসের ৫০ একরের প্রতিটি কনায় ছড়িয়ে পড়ে আনন্দ।

 

প্রজন্মনিউজ২৪/আরিফুল ইসলাম/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ