শেষ হল বিএন কলেজে খুদে বিজ্ঞানীদের উৎসব

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৩:০০

শেষ হল বিএন কলেজে খুদে বিজ্ঞানীদের উৎসব

বাংলাদেশ নৌবাহিনী কলেজের `নেভিয়ানস সাইন্স ক্লাব' কতৃক আয়োজিত আইপিডিসি ৫ ম বিএনসিডি দুইদিন ব্যাপী বিজ্ঞান উৎসব শেষ হয়েছে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর দুইদিন ব্যবাপী বিজ্ঞান উৎসবে রাজধানীর ৫৩ টি কলেছের শিক্ষার্থীরা অংশগ্রগন করেছে।

সোমবার দুইুদন ব্যাপি এই  বিজ্ঞান উৎসবের এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক ড. অরুণ কুমার বসাক , প্রফেসর ইমেরিটাস । এসময় উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনী কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম নিয়ামুল হাসান  (এল), বিএন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। বিশ্বায়নের এ যুগে টিকে থাকতে হলে বিজ্ঞান শিক্ষাকে  সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের জন্য প্রচুর পরিমাণে বই পড়তে হবে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল/দেলোয়ার

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ