তারাকান্দায় কাচা রাস্তা নিয়ে ভুগান্তিতে এলাকাবাসী

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০১৯ ১১:২০:১০ || পরিবর্তিত: ২০ সেপ্টেম্বর, ২০১৯ ১১:২০:১০

তারাকান্দায় কাচা রাস্তা নিয়ে ভুগান্তিতে এলাকাবাসী

আশরাফুল আলামঃ ময়মনসিংহ (তারাকান্দা) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর থেকে বাগমারা প্রায় সাত কিলোমিটার রাস্তা যে রাস্তা দিয়ে বিশ গ্রামের মানুষ যাতায়াত করে।  যে রাস্তা  দুই ইউনিয়নের মাঝ দিয়ে গেছে যে খানে নেই কোন উচ্চ বিদ্যালয় নেই কোন বাজার যাদের যাতায়াত করতে হয় শুধু এক মাত্র এই রাস্তা দিয়ে কিন্তু আজ এই রাস্তা পাকা করনের কোন উদ্দোগ নেই নি সরকার।

 উপজেলায় খোজ নিয়ে জানা গেছে এই সড়কটি সব থেকে দীর্ঘতম সড়ক যা পাকা করনের বাকী। এবং  এলাকাবাসী জানায় তাদের ভূগান্তি দেখার কেউ নেই। উক্ত আসনের বর্তমান সংসদ সমাজকল্যাণ  প্রতিমন্ত্রী শরিফ আহমেদের সাথে সড়কটি কথা একাধিক বার কথা বলেছেন। 

কিন্তু গত কয়েক বছরে উপজেলায় অনেক সড়ক পাকা করন করলে ও তারা অবহেলিত বলে মনে করেন। তারা জানায় তাদের এলাকায় নৌকার ভোট বেশী তাকলে ও তাদের এলাকায় আওয়ামীলীগের ভাল নেতা না তাকায়  তারা বঞ্চিত হচ্ছে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ